মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় আইনি সচেতনতা শিবির!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সচিব শাহিদ পারভেজ (সিনিয়র ডিভিশন সিভিল জাজ)-এর নির্দেশে মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সমাজের অন্যতম গুরুতর সমস্যা বাল্যবিবাহ এবং নারী পাচার বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাগারিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক অলিপ বাবু, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সেখ রিয়াজুল, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। বক্তারা বাল্যবিবাহের কুফল এবং নারী পাচারের ভয়াবহ দিকগুলি তুলে ধরে সমাজকে আরও সচেতন করার আহ্বান জানান।উল্লেখ্য, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়ে সময়ে এ ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে সমাজ থেকে অনৈতিক কাজ ও অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে পারে।