আইনি সাক্ষরতা এবং আইনী সচেতনতা প্রোগ্রাম!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া গোপীবল্লভপুর ২ গভঃ ডিগ্রি কলেজের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় বুধবার আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বেলিয়াবেড়া কলেজে।র‍্যাগিং , নারী পাচার , বাল্য বিবাহের ভয়ঙ্কর দিক ও গার্হস্থ্য জীবনে মহিলাদের উপর হিংসার প্রতিকার সংক্রান্ত আইন ও বিচার বিষয়ে এবং লীগেল সার্ভিস অফিস সম্বন্ধে কলেজের ছাত্র ছাত্রীদের আইনি সচেতন করেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার ।সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করেন বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আইপিএস আলোক কুমার।অফিসের বিনামূল্যে নানান পরিষেবা এবং লোক আদালত সম্পর্কে ছাত্র ছাত্রীদের ধারণা দেন অফিস মাস্টার সুব্রত বারিক। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন এবং ছাত্র ছাত্রী দের সদা সর্বদা পাশে থাকার বার্তা দেন ব্লকের "অধিকার মিত্র" রীতা দাস দত্ত । কলেজের অধ্যক্ষ সুচাঁদ কিস্কু সচেতনতা শিবিরের গুরুত্ব ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরেন । উক্ত শিবিরে প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।