পেটের দায়ে মুর্শিদাবাদ থেকে জয়পুরে কাজে এসে আচমকায় বাজ পড়ে মৃত!
বাঁকুড়া নিজস্ব সংবাদদাতা : পেটের দায়ে মুর্শিদাবাদ থেকে জয়পুরে কাজে এসে আচমকায় বাজ পড়ে মৃত এক ব্যাক্তির। প্রায় ১০-১২ জন যুবক কাজ করছিলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর এলাকায়। সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি থামার পরে কাজের যন্ত্রপাতি গুটিয়ে নিজেদের আশ্রয়স্থলে আসার মুহূর্তে আচমকায় বাজ পড়ে। জনি শেখের মাথার উপর সাথে সাথেই আহত হন। তখন পাশেই ছিলেন আরো ৫-৬ জন বন্ধু ন। ঘটনা ঘটার সাথে সাথেই দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন। আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন জয়পুর থানার পুলিশ। পুলিশ এসে কিভাবে ঘটনা ঘটেছে তার বিবরণ সংগ্রহ করে ওই মৃত ব্যক্তির বাড়ির লোককে খবর দেবার চেষ্টা করছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেলে ঝড়বৃষ্টির মাঝেই বাঁকুড়ার জয়পুর থানার জুজুড় গ্রাম লাগোয়া এলাকায় সরকারি জল প্রকল্পের পাইপ লাইনের কাজ করছিলেন শ্রমিকেরা। সেখানে একটি বজ্রপাতে দুই শ্রমিক আহত হন। স্থানীয়েরা তাঁদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জনি শেখ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি মুর্শিদাবাদের রানিতলা গ্রামে।