জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে!
কলকাতা, নিজস্ব সংবাদাতা: জুনিয়র ডাক্তারদের একটানা কর্মবিরতির জন্য অভিযোগ উঠেছে একাধিক রোগী বিনা চিকিৎসায় মারা গেছে। তার আগে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক বার উঠেছে প্রশ্নও। এবার জুনিয়র ডাক্তারদের সেই কর্মবিরতি নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। জরুরি ভিত্তিতে শুনানির জন্য শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে মামলাটি তোলা হবে। আবেদনটিতে বলা হয়েছে, রাজ্য সরকার যেন জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতিকে বেআইনি আখ্যা দিয়ে এখনই কাজে যোগ দেওয়ার নির্দেশ দিক। মামলাটিতে এও অভিযোগ করা হয়েছে, ডাক্তারদের আন্দোলনের অধিকার যেমন আছে, তেমনই চিকিৎসা দেওয়ার দায়িত্ব তাদের ওপরেই পড়ে। সেই দায়িত্ব নেওয়ার শপথ গ্রহণ করেছেন তাঁরা। তাই সেই দায় তাঁরা এড়াতে পারেন না বলে। তারই সাথে সাথে এই মামলায় আশঙ্কা করা হয়েছে আন্দোলনের জন্য আসা আর্থিক পরিমানের হিসেবের গরমিলের। এমনকি কোর্টে আর্থিক অনুদানের হিসেব নেওয়ারও আবেদন করা হয়েছে। অন্যদিকে, সিনিয়র ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যাতে কর্মবিরতি তুলে নিয়ে আন্দোলনের বিকল্প কোনও পথ ভাবার।