লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে হ্যাটট্রিক করার জন্য আসরে নেমেছেন অভিষেক !

নিজস্ব সংবাদদাতা : ভোটের মুখে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভার কেন্দ্র ধরে ধরে প্রস্তুতি বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে অন্যতম হাইভোল্টেজ ডায়মন্ড হারবার। শুক্রবার, তৃতীয় দিনের বৈঠকে নজরে ছিল মহেশতলা ও বজবজ বিধানসভা কেন্দ্র। এই দুই কেন্দ্রই হল তৃণমূলের শক্ত ঘাঁটি। মহেশতলার নেতৃত্বের সঙ্গে দলীয় বৈঠকে আজ অভিষেকের স্পষ্ট বার্তা, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। কোথাও কোনও ঘাটতি রাখা যাবে না।

২০১৪ সাল ও ২০১৯ সাল পর পর দু’বার এখান থেকে জিতে সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একপ্রকার অভিষেক গড়ে পরিণত হয়েছে ডায়মন্ড হারবার। মহেশতলা, বজবজ-সহ ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই জিতেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ রাজ্য রাজনীতিতে অত্যন্ত একটি পরিচিত বিষয় । এবারের লোকসভা ভোটেও ডায়মন্ড হারবার থেকে হ্যাটট্রিক করার জন্য আসরে নেমেছেন অভিষেক।

দলীয় সূত্রে খবর, বাড়ি বাড়ি গিয়ে মানুষকের সঙ্গে আরও নিবিড় জনসংযোগের উপর জোর দিতে বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক স্থানীয় নেতাদের বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ ও মমতার সরকারের জনমুখী ভাবনা ও প্রকল্পের কথা প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে।