খড়্গপুরে,পার্টি অফিস দখল ঘিরে শুরু হয় গন্ডগোল !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের জাপেটাপুর এলাকায়।শুক্রবার ২৬শে এপ্রিল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খড়গপুর পুরসভার ৩২নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুকেশ হুমনে। শুক্রবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়্গপুর শহরের ঝাপেটাপুরে ছিল বিজেপির বিজয় সংকল্প সভা। সেই সভাতেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী।তারপর শুভেন্দুর সভামঞ্চে থেকে ই অগ্নিমিত্রা পালের হাত থেকে তুলে নেন ৩২নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুকেশ হুমন দলীয় পতাকা। তারপর মুকেশ হুমনে নিজের দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগাতে যান । এরপরেই শুরু গন্ডগোল।মুকেশকে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা বাধা দেয়। বিজেপির পতাকা লাগাতে বারণ করেন। সেখান থেকেই শুরু হয় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা। ওই এলাকায় গন্ডগোলের খবর পেয়ে পৌঁছে যায় এডিশনাল এসপি সন্দীপ সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোলের খবর শুনে ওই এলাকায় যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মুকেশ হুমনে বলেন বিজেপির এই পার্টি অফিস ৪৫ বছরের পুরনো। আমি যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যাই তখন এটা বিজেপি থেকে তৃণমূল অফিস হয়ে যায়। এখন অফিসটা বিজেপিকে ছেড়ে দিক।