ভোটের প্রচারে ‘ধর্মের পরম ধর্ম’ শেখালেন দেব !
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: চব্বিশের লোকসভা ভোটের প্রচারের ময়দানে পদে পদে টলিউড সুপারস্টারের আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব”।সেই দেবই এবার পশ্চিম মেদিনীপুরের হরিরামপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মের পরম ধর্মের কথা শোনালেন। যে দেশে ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের আবেগকে ভোটে ব্যবহার করে কিছু রাজনৈতিক দল নিজের স্বার্থপূরণ করে, তারই যেন বিরোধীতা করে, মানুষের ভালো থাকার রসদ নিয়ে তুলে ধরলেন দেব। সেই বক্তব্যর ভিডিওই সোশাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখলেন, ”জয়-শ্রী-রাম হোক বা জয়-বাংলা, ধর্মের পরম ধর্ম মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল”। প্রসঙ্গত, জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে প্রচারের ময়দানেও নজর কাড়ছেন দেব। ভোট প্রচারের অবসরে ক্লান্ত শরীরে সুপারস্টার অভিনেতাকে দেখা গেল দলীয় কর্মীর বাড়িতে কাগজের কাপ হাতে চায়ে চুমুক দিতে। একেবারে সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’। কোনওরকম তারকা সুলভ হাবভাব নেই, তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে নিন্দুকদের একাংশের মত, ‘ভোটের জন্যই এহেন পাবলিক স্টান্ট দেবের।’ কারও মন্তব্য, ‘এখন প্রচারের স্বার্থে অনেক কিছুই করতে দেখা যাবে তারকাদের।’ তবে দেবের হয়ে পালটা পাটকেল ছুঁড়েছেন তাঁর ভক্তরাই। জিতলে ঘাটালের সাংসদ হিসেবে হ্যাটট্রিক করবেন সেই আশাতেই বুক বাঁধছেন তাঁর ভক্তরা।