রবিবার রাত ২টো ২৫ মিনিট নাগাদ শেষ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ!
নিজস্ব প্রতিবেদন : রবিবার ৭ সেপ্টেম্বর বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ হলো। এই গ্রহণ চেলেছে মোট ৮২ মিনিট।চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যাওয়াকেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হিসেবে গণ্য করা হয়। সেইসঙ্গে রক্তবর্ণ আকারও ধারণ করে চাঁদ।
সাড়ে পাঁচ ঘণ্টার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও রক্তাভ চাঁদ কলকাতার আকাশেও দৃশ্যমান । রাত 8টা 58 থেকে শুরু হওয়া পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চেলেছে রাত 2টা 25 পর্যন্ত ৷