মাসার উদ্যোগে খড়্গপুরের ডন বসকো স্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স এসোসিয়েশন (মাসা) এর উদ্যোগে, ডন বসকো স্কুল খড়্গপুর ইন্টারন্যাশানালের ব্যবস্থাপনায় ও মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় শুক্রবার বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। প্রারম্ভিক বক্তব্যে মাসার সম্পাদক গৌতম ভকত জানান, এই মারণ ব্যাধির বিষয়ে যাতে ছাত্র ছাত্রীরা ধারণা লাভের মাধ্যমে সচেতন হতে পারে, মূলতঃ সে বিষয়টি মাথায় রেখে মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স এসোসিয়েশন এই শিবির আয়োজন করেছে।ডন বসকো স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ আর,কে,মোজেস মাসা'র সদস্যদের এবং অন্যান্য অতিথিদের স্বাগত জানিয়ে তাঁর বক্তব্য পেশ করেন।এদিনের শিবিরের মূল আলোচক মেদিনীপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক অসীম ধর দীর্ঘ সময় ধরে থ্যালাসেমিয়ার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। সচেতনতা কীভাবে এই রোগ থেকে মুক্তি দিতে পারে বিশদ ভাবে তিনি তা ব্যাখ্যা করে সকলকে সচেতন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর সেন্ট জনস্ এম্বুলেন্সের ডিভিশনাল কমান্ডার অসীম নাথ, পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স এর সম্পাদক বিশিষ্ট উদ্যোগপতি ও সমাজসেবী চন্দন বসু, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সভাপতি অভিজিৎ দে,সৌমেন্দ্র বেরা, সুজাতা সামন্ত দোলাই, জিয়া পারভিন, সুস্মিত ভকত, দয়াময় প্রামানিক প্রমুখ। মাসার পক্ষে সভাপতি অভিজিৎ দে ও সম্পাদক গৌতম ভকত এতো সুন্দর ভাবে আয়োজনের জন্য ডন বসকো স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। শিবিরে বিদ্যালয়ের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং শিক্ষাক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।অধ্যক্ষ আর কে মোজেস আগামীতে মাসা র সাথে আরো নতুন কর্মসূচিতে অংশ নিতে আগ্ৰহ প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।