মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল!
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অধীনে ১১৬ নম্বর জাতীয় সড়কের গাড়ুঘাটা বাসস্ট্যান্ডের কাছে। মৃত সাব ইন্সপেক্টরের নাম জয়ন্ত ঘোষাল ও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের সদস্য শেখ সাহনার ওরফে গোলাম।পুলিশের টহল চলাকালীন গভীর রাতে জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা টহলদারি গাড়িতে সজোরে ধাক্কা মারল ট্রাক। তার জেরে প্রাণ হারালেন এক সাব-ইন্সপেক্টর ও এক ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের (এনভিএফ) সদস্য।
একই সঙ্গে গুরুতর জখম হয়েছেন এক কনস্টেবল। জেলা পুলিশ সূত্রে খবর, আজ বুধবার মৃতদেহ ময়না তদন্তের পর গান স্যালুট দিয়ে সম্মান জানানো হবে। তারপর দেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে বলে জানা গেছে।জানা যাচ্ছে, পুলিশের একটি টহলদারি গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। সেই গাড়ির ভিতরেই ছিলেন জয়ন্ত ঘোষাল এবং অন্যান্য পুলিশ সদস্যরা। হঠাৎ করে হলদিয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটিতে। ধাক্কার তীব্রতায় গাড়িটি ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গেই খবর যায় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাঠানো হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।