কাশীপুরের প্রোমোটারের উপর ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মীকে খড়গপুর থেকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ!

নিজস্ব সংবাদদাতা :  কাশীপুরের প্রোমোটারের উপর ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রাণাকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় প্রোমোটারি করতে গেলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। আর সেই টাকা দিতে অস্বীকার করায় প্রোমোটারকে মারধর, অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। কাশীপুরের সেই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রাণাকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকায় সিঁথির মোড়ের কাছে। অভিজিৎ মণ্ডল, সায়নরূপ বন্দ্যোপাধ্যায় ওরফে রূপ, কানু ওরফে ওয়ালজিৎ এবং রিপু নামে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। নিগৃহীত প্রোমোটারের অভিযোগ, ওই ব্যক্তিরা নিজেদের কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ‘অতীন ঘোষের লোক’ বলে হুমকি দেয়। তবে অতীন ঘোষ বলেছেন, ‘রানা দলের দীর্ঘদিনের সক্রিয় কর্মী। দু’বছর হল আমি কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক হয়েছি, সেই সূত্রে ওর সঙ্গে আমার পরিচয়। যে ঘটনায় ওর নাম জড়িয়েছে তা সমর্থনযোগ্য নয়।ঘটনাটি নিয়ে হইচই পড়ে যেতেই শনিবার দুই অভিযুক্ত জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানুকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে খড়গপুর থেকে গ্রেফতার করা হয়।