রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল: ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার...

নিজস্ব সংবাদদাতা:  রাজ্য পুলিশের শীর্ষ মহলে একযোগে একাধিক গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নিল নবান্ন। রাজীব কুমারের অবসর গ্রহণের আগেই রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হল ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে-কে। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

রাজ্যের নতুন ভারপ্রাপ্ত ডিজি আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে

গত কয়েক দিন ধরেই রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ ঘিরে টানাপড়েন চলছিল। বর্তমানে রাজ্যে স্থায়ী ডিজি না থাকায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর গ্রহণের কথা মাথায় রেখেই আগাম এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, স্থায়ী ডিজি নিয়োগের জন্য সম্ভাব্য নামের তালিকাও ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।

কলকাতার নতুন পুলিশ কমিশনার আইপিএস সুপ্রতিম সরকার

এই রদবদলের অংশ হিসেবে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয়েছে আইপিএস অফিসার সুপ্রতিম সরকার-কে। অন্যদিকে, এডিজি (আইনশৃঙ্খলা)-র গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। তিনি আগে এডিজি (এসটিএফ) পদে ছিলেন। সেই পদে ফেরানো হয়েছে জাভেদ শামিম-কে।

এডিজি (এসটিএফ) জাভেদ শামিম

কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানো হয়েছে মনোজ বর্মা-কে। তাঁকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ডিরেক্টর, সিকিউরিটি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে রাজ্য পুলিশের পরিচিত ও অভিজ্ঞ মুখ। ডিরেক্টর, সিকিউরিটি থেকে শুরু করে এডিজি (ট্রাফিক), এডিজি (কারা)-র মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। প্রশাসনিক মহলের মতে, আপাতত তাঁর হাতেই রাজ্য পুলিশের রাশ তুলে দিয়ে স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে নবান্ন। শুধু কলকাতা নয়, একাধিক পুলিশ কমিশনারেটেও রদবদল হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ব্যারাকপুরের কমিশনার করা হয়েছে। অন্যদিকে, ব্যারাকপুরের সিপি মুরলীধর এসেছেন বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে। সব মিলিয়ে, রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই বড়সড় রদবদল প্রশাসনিকভাবে কতটা প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এর প্রতিফলন কী হয়— সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।