মকর সংক্রান্তি, কত ক্ষণ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত?

নিজস্ব প্রতিবেদন : আজ সোমবার ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। আজ হিন্দুদের কাছে অত্যন্ত শুভ একটি দিন। আজকের দিনে সারা দেশ জুড়ে নানা ধরনের উৎসব পালন করা হয়।সূর্য যে দিন মকর রাশিত প্রবেশ করেন, সেই দিনটিকে মকর সংক্রান্তি রূপে পালন করা হয়। সাধারণত জানুয়ারি মাসের ১৫-১৬ তারিখ নাগাদ এই দিনটি পড়ে।এই দিনটিতে অনেকেই গঙ্গাসাগরে যান স্নান করতে। সেই সাগরে ডুব দিয়ে স্নান করাকে অনেকেই অতি পূণ্যের বলে মনে করেন। গত রাত থেকেই শুরু হয়ে গিয়েছে সেই স্নান। চলবে আজ বেলা পর্যন্ত। মকর সংক্রান্তি তিথিতে সূর্য যে উত্তরায়ণে গমন করেন, সেটা বিশেষ শুভ মনে করা হয় এবং এদিন সূর্য দেবতার বিশেষ পুজোও করা হয়। এই পুজোরই একটি নির্দিষ্ট সময় রয়েছে। বাড়িতে যাঁরা এই পুজো করবেন, তাঁদের জন্য রইল পুজোর নির্ঘণ্ট বলে দেওয়া। ১৫ জানুয়ারি ভোর ২টো ৪৫ মিনিটে সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেছেন। আর সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওই মুহূর্তে শুরু মকর হয়েছে সংক্রান্তি। সূর্য এই রাশিতে এক মাস থাকবেন। তবে সংক্রান্তির পুজোর সময় আজই শেষ। আজ এই পুজোর  শুভ সময় শুরু হয়েছে সকাল ৭টা ১৫ মিনিট থেকে। শুভ সময় চলবে বিকেল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত। মানে, এই সময়ের মধ্যে সেরে ফেলতে হবে সূর্যদেবের পুজো।