৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার করলো মালদা পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : প্রকাশ্য দিবালোকে তিন বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার ৮ই অক্টোবর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিষ্ণুপুর থানার। প্রকাশ্য দিবালোকে তিন বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার দুপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। লিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল তিন বছরের নাবালিকা। ভাইবোনদের সঙ্গে রাস্তায় আইসক্রিম কিনতে বেরিয়েছিল সে। সেই সময়ই ফিল্মি কায়দায় মোটরবাইকে করে দুই যুবক এসে তাকে তুলে নিয়ে চম্পট দেয়। আতঙ্কিত এলাকাবাসী সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া শুরু করে এবং খবর দেয় হরিশ্চন্দ্রপুর থানায়।

মাত্র ২৫ মিনিট! ঠিকই পড়লেন, ২৫ মিনিট! খবর পেয়ে পুলিশ মুহূর্তে নড়েচড়ে বসে। হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব পথ ঘিরে ফেলা হয়। পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশ ও বিহারের সীমান্ত চেকপোস্টেও সতর্কতা জারি করা হয়। অবশেষে ধাওয়া শুরু হলে পুলিশকে দেখে অপহরণকারীরা মোটরবাইক থেকে নাবালিকাকে ফেলে পালানোর চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম ছোটন নাগ, সে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, এর আগেও সে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। নাবালিকাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, যেখানে এসডিপিও সোমনাথ সাহা ও আইসি মনোজিৎ সরকার উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে শিশুটি বিপদমুক্ত এবং পরিবারের কাছে ফিরেছে।