মালদার মানিকচক থানায় একের পর এক বিস্ফোরণের শব্দ ও অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল থানার মালখানা!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলায় মানিকচক থানায় । তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় তাঁরা বিস্ফোরণের শব্দ শুনেছিলেন । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য পুলিশের তরফে হাই অ্যালার্ট জারি করা হয় । জেলা পুলিশের আধিকারিকদের দাবি, কীভাবে অগ্নিসংযোগ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় হতাহতের খবর নেই ৷প্রায় ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে । এদিকে, যুদ্ধকালীন পরিস্থিতিতে মানিকচক থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য পুলিশের তরফে সমস্ত থানাকে হাই অ্যালার্ট করে দেওয়া হয় ।