তৃণমূলের মুখপাত্র পদে রদবদল?

নিজস্ব প্রতিবেদন : বুধবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী ছিলেন। সূত্রের খবর, সেখানেই মুখপাত্রদের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন দলনেত্রী। দলের ভিতরের কথা যাতে বাইরে না বলা হয়, সে বার্তাও দিয়েছেন। এমনও শোনা যাচ্ছে, তৃণমূলে নতুন মুখপাত্র নিয়োগ করা হতে পারে। এদিনের বৈঠকে নাকি তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুধু মুখপাত্রই নন, দলের অনেকেই সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে নানারকম মন্তব্য করেন। যা বিড়ম্বনায় ফেলে দলকেই। হইহই পড়ে যায়। সূত্রের খবর, বুধবারের বৈঠকে উঠে এসেছে সে প্রসঙ্গও। সূত্রের দাবি, দলনেত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, প্রকাশ্যে এভাবে মুখ খোলা বরদাস্ত করা হবে না। নেওয়া হতে পারে কঠিন ব্যবস্থা।অন্যদিকে, ফেসবুকে যা ইচ্ছা পোস্ট করা যাবে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতানেত্রীদের বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠকের পর তৃণমূল নেতা মানস ভূঁইঞা জানান, গণতন্ত্রে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানস বলেন, 'যে লোকসভা নির্বাচন আসছে সেখানে বাংলাকে-বাংলার মানুষকে আমরা রক্ষা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলের প্রতিটি কর্মী হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।'