ম্যাট্রিমনি সাইটে পরিচয়, তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি ও ধর্ষণ, গ্রেপ্তার যুবক!
নিজস্ব সংবাদদাতা : প্রথম পরিচয় ম্যাট্রিমনি সাইটে। ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেন বেনিয়াপুকুরের এক তরুণী ও নাদিম নামে অভিযুক্ত যুবক। বন্ধুত্ব হওয়ার পর তরুণী অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বর্তমানে এবার সেই যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। তরুণী অভিযোগ করেন, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ওই যুবক বেশ কয়েকবার তার হবু স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। একসঙ্গে বিভিন্ন হোটেলে থাকে। এর পর বাড়িতে কেউ না থাকলে সেই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করে। পরে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে।এমনকি ব্যবসা করার নামে হবু স্ত্রীর কাছ থেকে ৫ লক্ষ ৭৭ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। অন্যদিকে, ঘটনাটির অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করে বেনিয়াপুকুর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ ওই পলাতক যুবককে পূর্ব কলকাতা থেকে গ্রেপ্তার করেছে।