১২ বছরের কিশোরীকে যৌন হেনস্থা,প্রতিশোধ নিতে কুয়েত থেকে এসে অভিযুকক্তকে খুন করে গেলেন বাবা!

নিজস্ব সংবাদাতা : সম্প্রতি অন্ধ্রপ্রদেশের আন্নামালাই জেলায় ৫৯ বছরের প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। কিছুদিন আগে ওই প্রৌঢ়ের নামে অভিযোগ ওঠে এক ১২ বছরের কিশোরীকে যৌন হেনস্থার। ব্যাপারটি সম্পর্কে নাবালিকা কন্যার কাছ থেকেই জানতে পারেন তাঁর মা। লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশে। কিন্তু প্রৌঢ়ের কোনও শাস্তি হয়নি বলে অভিযোগ।এবার তারই প্রতিশোধ নিতে সুদূর কুয়েত থেকে অন্ধ্রপ্রদেশ আসে কিশোরীর বাবা। এসে খুন করে প্রৌঢ়কে। আবার ফিরে যান কুয়েতে। ভিডিয়োর মাধ্যমে খুনের কথা স্বীকার করে নিয়েছে অঞ্জনেয় প্রসাদ নামের ওই যুবক। পোস্ট করা ভিডিয়োয় জানিয়েছেন, কিশোরী থাকে নিজের মাসির বাড়িতে। মাসির শ্বশুর ওই কিশোরীর যৌন হেনস্থা করেন। পুলিশ কেবল তাঁকে সতর্ক করে ছেড়ে দেয়। কন্যার বাবা হিসাবে তিনি মানতে পারেননি। তাই প্রতিশোধ নিতে চেয়েছিলেন। উচিত শিক্ষা দিতে গত ৭ ডিসেম্বর দেশে ফেরেন। তার পরে উদ্ধার হয় প্রৌঢ়ের দেহ।পুনরায় তিনি কুয়েত ফিরেন। আত্মসমর্পন করার জন্য তার এই স্বীকারোক্তি। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে।