আবার আগুন জ্বলছে মণিপুরে,মণিপুরের মন্ত্রী বাড়ির সামনে তৈরি করলেন "বাঙ্কার" ,মজুত রেখেছেন অস্ত্রও!

নিজস্ব সংবাদদাতা : আবার আগুন জ্বলছে মণিপুরে। রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে। বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে রাজ্যের মন্ত্রী-বিধায়দের। এমনকি ভাঙচুর চালানো হয়েছে অনেক বিধায়কের বাড়িতেও। তারই মধ্যে মণিপুরের জনস্বার্থ ও কারিগরি মন্ত্রী লেইশাংথেম সুসিন্দ্র মেইতেই নিজের বাড়ির সামনে বাঙ্কার তৈরি করলেন। মজুত রেখেছেন অস্ত্রও। এমন কাজ করার কারণ হিসেবে জানান, ‘‘পরিস্থিতি ভাল নয়। আমার আপ্তসহায়ক আহত হয়ে হাসপাতালে ভর্তি। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানও আক্রান্ত। আমাদের তাই এখন নিজেদেরই আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। সেই কারণেই আমি বাড়ির সামনে বাঙ্কার বানিয়েছি। আমরা চাই শান্তি ফিরুক।’’ উল্লেখ্য, গত সোমবার অসম সীমানা লাগোয়া অঞ্চল থেকে অভিযোগ উঠেছিল ছ’জনকে অপহরণ করা হয়েছিল কুকি গোষ্ঠীর দ্বারা। তারই দিনকয়েক পর নদীতে দেহ মেলার পর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে মেইতেই গোষ্ঠী।