ঘূর্ণিঝড়ে জন্য একাধিক ট্রেন বাতিল করে দিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে!

নিজস্ব সংবাদদাতা :  ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে। তার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার ওই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর আগামী রবিবার তা স্থলভাগে আছড়ে পড়বে। ঘূণিঝড়ের ধাক্কা সামলাতে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। শুক্রবার নবান্নে রেমাল মেকাবিলার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক বসে। আর এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলা থেকে একাধিক ট্রেন বাতিল করে দিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। এরপর রবিবার এবং সোমবার বাড়বে দুর্যোগের দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই ওই দু'দিন কয়েকটি ট্রেন বাতিল বাতিল কিংবা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

সেই তালিকা দেখে নিন :