খিচুড়ি খেয়ে অসুস্থ কয়েকশো গ্রামবাসী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নয়াবসত গ্রামে।নয়াবসত গ্রামবাসীদের উদ্যোগে বাবা শান্তিনাথ জিউয়ের মন্দির প্রতিষ্ঠা এবং নারায়ণ সেবা উপলক্ষে বৃহস্পতিবার রাতে খিচুড়ি ভোগ বিতরণ হয়। গ্রামবাসীরা সেই ভোগ খেয়েই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। যাঁরা ভোগ খেয়েছিলেন তাঁদের অধিকাংশেরই বৃহস্পতিবার গভীর রাত থেকে বমি এবং পায়খানা শুরু হয় বলে আশাকর্মীরা জানিয়েছেন। আশাকর্মীরা জানিয়েছেন, গ্রামের পাঁচশো জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে চার জনের অবস্থা গুরুতর। অসুস্থ গ্রামবাসীদের চিকিৎসা করতে গ্রামের একাধিক জায়গায় শুরু করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। শুক্রবার সকাল ১০টা থেকে সেই ক্যাম্প শুরু হয়েছে। এ ছাড়াও বেশ কয়েক জনকে দাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।