ভেঙে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বালটিমোর ব্রিজ!
নিজস্ব সংবাদদাতা : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের একটি সেতু । জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটিতে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। এরপরই সেতুর একটা বড় অংশ ভেঙে পড়ে। মার্কিন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার পথে সেতুটির একটি ভিতে ধাক্কা মারে। এতে জাহাজটি সেতুটির নীচে আটকে যায়। সেতু ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে যান। ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সংখ্যা জানানো হয়নি।