ভূমিকম্প অনুভূত হল কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে!

বরুণ কুমার বিশ্বাস : ২১শে নভেম্বর,শুক্রবার,সকাল ১০টা ১০ মিনিট নাগাদ। অসমর্থিত সূত্রে খবর যার মাত্রা ছিল ৫.২ । শুধু কলকাতা নয় এই ভূকম্পন অনুভূত হয়েছে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত প্রায় অধিকাংশ ক্ষেত্রেই। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বা মৃত্যুর তেমন কোন খবর পাওয়া যায়নি। এই কম্পন যে সমস্ত অঞ্চলে অনুভূত হয়েছে স্বভাবতই সেই সমস্ত অঞ্চলের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই ঘর ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় বাংলাদেশেও এই কম্পন একই রকম ভাবে অনুভূত হয়েছে। ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে নরসিংডিতে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎসস্থল ছিল। উৎস্থল অগভীর হওয়ায় জোরাল কম্পন অনুভূত হয়। উত্তর বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও ভূমিকম্প অনুভূত হয়েছে।