রাজ্যে ভোটার তালিকায় ভুরি ভুরি কারচুপি বলে অভিযোগ!

গড়বেতা সুমন পাত্র: রাজ্যে ভোটার তালিকায় ভুরি ভুরি কারচুপি বলে অভিযোগ । পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের গড়বেতা তিন নাম্বার ব্লকের ১টি বুথেই একাধিক মৃত ভোটার। উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর বেনাচাপড়ার ঘটনা। কেউ মারা গেছেন ৪ বা ৮ বছর আগে। মৃত হলেও ভোটার তালিকায় কাগজে কলমে জীবিত। ২০২৫-এর ভোটার লিস্টে জ্বলজ্বল করছে তাঁদের নাম। কারো কারো রয়েছে ডেথ সার্টিফিকেট পর্যন্ত। তবুও কিভাবে ভোটার লিস্টে রয়েছে নাম। উঠছে প্রশ্ন?