মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে ২৪ তম ফুড ফেস্টিভ্যাল!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর আর্ট একাডেমির উদ্যোগে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ২৪ তম ফুড ফেস্টিভ্যাল। এবছর উৎসবের সূচনা হচ্ছে জনপ্রিয় খাদ্য সংস্থা মিষ্টি কুইন–এর হাত ধরে। ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে থাকছে নানা আকর্ষণ ও বর্ণাঢ্য আয়োজন। এই উপলক্ষে মেদিনীপুর আর্ট একাডেমির পক্ষ থেকে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করেছিলেন।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এর মধ্যে ১০,৫০০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে ৪টি স্বর্ণ সরস্বতী ও ২৫০টি রুপো সরস্বতী সহ একাধিক পুরস্কার। শুধু পুরস্কার বিতরণ নয়, ফুড ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে ল্যাম্প শো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনের নানান আয়োজন। শিল্প, সংস্কৃতি ও খাদ্যের মেলবন্ধনে এবছরের এই ফেস্টিভ্যাল যে শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে।