মেদিনীপুর পুরসভার পুরপ্রধান বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিক্ষোভে সামিল হয়েছিলেন একাধিক কাউন্সিলরা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। তবে আপাতত, সেই বিক্ষোভ উঠেছে দলের নির্দেশে। এ ব্যাপারে দলীয় নেতৃত্ব সকলকে নিয়ে বৈঠকও ডেকেছেন। আগামী ২ জানুয়ারি কলকাতায় সেই বৈঠক হওয়ার কথা। যে কথা জানার পরেই ওঠে দলীয় পুরপ্রধানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ অবস্থান। মেদিনীপুর পৌরসভায় ২৫ টি আসন। তার মধ্যে ২০টি আসন তৃণমূলের দখলে। এদিন যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের মধ্যে ১১ জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন। যে দলে বিশ্বনাথ পান্ডব, মৌ রায়ের মতো একাধিকবারের কাউন্সিলরও রয়েছেন। ফলে সেদিক দিয়ে দেখলে বিক্ষুব্ধ কাউন্সিলররা কিন্তু সংখ্যালঘু। অন্যদিকে সৌমেন খানও একাধিক বারের কাউন্সিলর। তবে তখন তিনি কংগ্রেসে ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে আসেন। পরবর্তীকালে দল তাঁকেই মেদিনীপুর পুরসভার পুরপ্রধান করে। তবে সৌমেন খানকে পুরপ্রধান করার পর থেকেই তৃণমূল কাউন্সিলরদের একাংশ তাঁর বিপক্ষে থেকেছেন। বিপক্ষ কাউন্সিলরদের অভিযোগ, দলের সুসময়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই তিনি পুরপ্রধান হয়েছেন। দলের দুঃখের সময় বা জন্মলগ্নে তিনি ছিলেন না। আর পুরপ্রধান হওয়ার পর দলীয় কাউন্সিলরদেরই তিনি পাত্তা দেন না। এমনকী, আলোচনা পর্যন্ত না করে কাজ করছেন বলে অভিযোগ। এই অভিযোগ তুলে আগেও একবার পুরসভার সামনেই বিক্ষোভ সামিল হয়েছিলেন তৃণমূলের একাংশ কাউন্সিলর। সেবারও পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে দলীয় নেতৃত্বের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। তবে দল বিক্ষুব্ধ কাউন্সিলরদের বুঝিয়ে সমস্যা মেটান। প্রশ্ন হল, গতবার তো বিক্ষোভ সামলে পুণরায় সৌমেন খানকে পুরপ্রধান করে রাখা হয়েছিল। এবার কী তাই হবে? নাকি পুরপ্রধান পদ থেকে সরতে হবে সৌমেন খানকে? দলীয় সূত্রে খবর, এবার পুরপ্রধানকে সরানোও হতে পারে। যদি তেমনটি না হত, তাহলে একইভাবে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর দলীয় পুরপ্রধানের বিরুদ্ধে পুণরায় বিক্ষোভ দেখাতে পারতেন না। এই সাহস পেয়েছেন নিশ্চয় দলেরই নেতাদের কাছে। আর যদি তা না হয়, তাহলে কিন্তু বিক্ষুব্ধ কাউন্সিলরদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে দল। কারণ, একই পুরসভায় বারবার বিক্ষোভ জনমানসে দলের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলবে। যা দলের পক্ষে ক্ষতিকর। তা নিশ্চয় দল মেনে নেবে না।নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও আন্দোলন প্রসঙ্গে মুখ খুলেছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। সাংবাদিকদের তিনি বলেন, “দলের জেলা সভাপতিকে আমি জানিয়েছি ব্যাপারটা। ওনাকে বাড়িতে গিয়ে বলে এলাম, সমস্যা যদি হয়ে থাকে সবাইকে ডাকুন। আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবো। তবে শেষ পর্যন্ত পুরপ্রধান সৌমেন খান জয়ী হবেন নাকি বিক্ষুব্ধ কাউন্সিলররা, তা জানা যাবে, ২ জানুয়ারি বৈঠকের পরেই।