মেদিনীপুর শহরে কাউন্সিলার নিজে দাঁড়িয়ে বেহাল রাস্তা নির্মাণ করছেন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কর্ণেরগোলা থেকে পঞ্চুরচক রাজাবাজার পর্যন্ত আড়াই মাস আগে তৈরি হয়েছিল রাস্তা। কিছুদিনের মধ্যেই রাস্তার বেহাল দশা হয়ে পড়ে। প্রশ্ন উঠছিল ওয়ার্ড কাউন্সিলার এর বিরুদ্ধে। দায়সারা কাজ না কি নজর দাড়ির অভাব? এই বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু বলেন- রাস্তাটি যখন তৈরি হয়েছিল তার পরের দিন থেকেই টানা ব্যাপক বৃষ্টি হয়েছিল মেদিনীপুর শহরে। যার জেরে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা দিয়েছিলেন ওয়ার্ডবাসীকে পুজোর পরে রাস্তাটি সারিয়ে দেওয়া হবে। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার বিপ্লব বসু ওরফে সৌরভ বসু বৃহস্পতিবার থেকে সেই রাস্তাটি মেরামতের কাজ শুরু করলেন নিজেই দাঁড়িয়ে। সংবাদমাধ্যমকে জানান ৯ নম্বর ওয়ার্ডবাসী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাকে কাউন্সিলার হিসাবে জয়ী করেছে। আমার এই পদে আসা ওয়ার্ডের মানুষের উন্নয়ন করাই করার জন্য। আমি যদি এলাকাবাসীর উন্নয়ন করতে না পারি, সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে না পারি তবে অবশ্যই পদ থেকে সরে যাব। সৌরফ বসু আরো জানান এলাকাবাসীরা দুহাত তুলে মুখ্যমন্ত্রী প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছে আমাকে ওয়ার্ডের মানুষদের পরিষেবা প্রদানের জন্য। যদি এলাকার মানুষের পরিষেবা দিতে না পারি তাহলে জয়ী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার পথ থেকে ইস্তফা দিয়ে দেব।