মেদিনীপুর শহরের ৬ নং ওয়ার্ডে বর্ষার বৃষ্টিতে ছোট ডোবার চেহারা নিয়েছে রাস্তা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : টানা কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে প্লাবিত মেদিনীপুর শহর ।মেদিনীপুর শহরের ৬ নং ওয়ার্ডে বৃষ্টিতে ছোট ডোবার চেহারা নিয়েছে রাস্তা। প্রতিবাদে রাস্তায় ছিপ ফেলে মাছ ধরলেন এলাকার যুবকরা। মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সেখপুরা এলাকার ঘটনা। বর্ষার বৃষ্টিতে ছোট ডোবার চেহারা নিয়েছে রাস্তা। মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সেখপুরা বর্তমান অবস্থা এমনই।ডোবা না রাস্তা বোঝা দায়, অল্প বৃষ্টিতেই জল জমে ভোগান্তি বাড়ায় হাজার-হাজার মানুষের।কয়েকজন বাসিন্দা বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তা হলো এটি। কিন্তু বর্তমানে রাস্তার যা অবস্থা তাতে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশার মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। রাস্তার উপর জল জমে থাকার ফলে সকলেরেই যাতায়াতের খুবেই সমস্যা হচ্ছে।সামনে আছে নির্মল হৃদয় আশ্রম স্কুল ও বিশেষ করে সমস্যা হচ্ছে স্কুলে পড়ুয়াদের।