মেদিনীপুর শহরের অত্যন্ত সুপরিচিত ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের শ্যামাপূজা দীপাবলি উদ্বোধণী অনুষ্ঠান!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শহরের অত্যন্ত সুপরিচিত সেখপুরা ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের শ্যামা পুজোর শুভ উদ্বোধন করলেন মেদিনীপুর বিধানসভার মাননীয়া বিধায়িকা জুন মালিয়া ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালীর অন্য নাম শ্যামা বা আদ্যশক্তি। শাক্ত ধর্মাবলম্বীদের তন্ত্রশাস্ত্র মতে, তিনি দশমহাবিদ্যা।এছাড়াও এই পুজো কমিটির সকল সদস্যা বৃন্দরা।শুভ দিনকে সামনে রেখে প্রায় ১০০ জন দুস্থ মানুষদের হাতে শীত বস্ত ও সামান্য কিছু অর্থ উপহার তুলে দেন পুজো কমিটির সকল সদস্যা বৃন্দরা।