মেদিনীপুর শিশু হাসপাতালে পরিদর্শনে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো!
নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শিশু হাসপাতালে পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো । সঙ্গে ছিলেন ওনার স্ত্রী। মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড অফ ডাইরেক্টর চিকিৎসক ডাঃ বি.বি.মন্ডল, জয়ন্তী মন্ডল, অধ্যাপিকা স্বাথী মন্ডল সহ হাসপাতালের সকল শ্রেণীর কর্মচারী বৃন্দ। এছাড়াও রোগীর আত্মীয় স্বজন। মন্ত্রী পুরো হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখেন। কর্তৃপক্ষ জানান, হাসপাতালের নতুন সংযোজন হতে চলেছে অপারেশন থিয়েটার এবং স্ত্রী ও প্রসূতি সহ মহিলা বিভাগ। শ্রীকান্ত বাবু হাসপাতাল এবং কর্তৃপক্ষের ভুয়সী প্রশংসা করেন। তিনি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্মচারীদের পক্ষ থেকে মন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অভিজিৎ দাশ গোস্বামী।