মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের জন্মদিন পালন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের ১৪৩ তম জন্মদিন। এই উপলক্ষ্যে এদিন সকালে মেদিনীপুর শহরের জজকোর্টে অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলে আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় "মেদিনীপুরের মুকুট হীন রাজা"কে। তাঁর জীবনে বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সংস্থার কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু l মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান ইউনিটের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদাস্য অধ্যাপক মন্টুরাম জানা,সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা,সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া,কোষাধ্যক্ষ ডা۔ অরূপ কুমার দাস,সহ সভাপতি অমিতাভ দাস, সদস্য সুদীপ কুমার খাঁড়া বিশ্বজিৎ সাউ, সদস্যা সবিতা মান্না , সোনালী ঘাঁটা প্রমুখ lঅন্যদিকে মেদিনীপুর সমন্বয় সংস্থা কাঁথি-এগরা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে রামনগর থানার ভূঞ্যাজিবাড় গ্রামে স্বাধীনতা সংগ্রামী বলাইলাল দাস মহাপাত্র প্রতিষ্ঠিত ও রাজ্যপাল কৈলাসনাথ কাটজু দ্বারা উন্মোচিত চির উন্নত শির দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের পূর্ণায়বয় মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দেশপ্রাণকে শ্রদ্ধা জানানো হয়।