মেদিনীপুরে মরনোত্তর দেহদান!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় ও পরিবারের পক্ষ থেকে মেদিনীপুর শহরের হবিবপুর কালীতেলীর চকের অধিবাসী, কেশপুর ব্লকের ধলহারা পাগলীমাতা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শিক্ষানুরাগী প্রয়াত নিমাইচরণ খাঁড়ার মরনোত্তর দেহদানের অঙ্গীকার পত্র মোতাবেক, মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীদের ব্যবহারের লক্ষ্যে তাঁর মরদেহ দান করা হলো। চিকিৎসা শাস্ত্রের গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগানো জন্য ও মৃত্যুর পরেও সমাজে কল্যাণকর কাজে যুক্ত হওয়ার লক্ষ্যে এই দেহদান করা হল। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮১ বছর ।দেহদান কালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত ছিলেন প্রয়াত নিমাইবাবুর দুই কন্যা ও দুই জামাতা, পরিবার পরিজন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সহ-সম্পাদক ড.বাবুলাল শাসমল,মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রর সম্পাদক সুকুমার সাহা, অফিস সম্পাদক অঙ্কুর কুমার সেন ও অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সোমবার রাতে বার্ধ্যক্য জনিত কারণে নিমাই চন্দ্র খাঁড়া প্রয়াত হন। তিনি মাস কয়েক আগেই মরনোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছিলেন।