মেদিনীপুরের প্রাচীন ৪১০ বছরের নন্দীবাড়ির রাস উৎসবে উদ্বোধনে এলেন বিধায়িকা মাননীয়া জুন মালিয়া !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের রাস উৎসবে এলেন বিধায়িকা মাননীয়া জুন মালিয়া। শাক্ত ও বৈষ্ণবের সম্মিলিত মেলবন্ধন হল রাস পূর্ণিমা। প্রতিবছর অসংখ্য দর্শনার্থীরা রাস উৎসবে আসেন রাস পূর্ণিমা উপলক্ষে। তিনি প্রদীপ প্রজ্বলন, আরতির পাশাপাশি রাসে নেচে উঠলেন। এদিন তিনি নন্দীবাড়ির বিশেষ ভোগ পরিবেশন এর পাশাপাশি ভগ্ন রাস মঞ্চ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গেলেনমা। আজ ছিল রাস পূর্ণিমা। এইদিন পরম্পরা ও নিয়ম রীতি নীতি মেনে চিড়িমারসাই নন্দী বাড়িতে অনুষ্ঠিত হলো রাজ উৎসব। মূলত এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা করেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। তিনি নন্দীবাড়ির পরিবারের সঙ্গে রাস উৎসবে মেতে ওঠেন। প্রথমে প্রদীপ নিয়ে আরতি করার পরেই তিনি রাসমঞ্চে প্রসাদের থালা নিয়ে মাথায় নিয়ে মঞ্চ পরিক্রমা করেন। এরপর সবার উদ্দেশ্য করে বাতাসা সুঁটিগজা বিলিয়ে দেন। তারপর তিনি নৃত্যের তালে তালে রীতিমতো কোমর দুলিয়ে হাত নেড়ে রাস উৎসবে মেতে উঠেন। এদিন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে সঙ্গ দেন নন্দী বাড়ির সদস্য এবং আশেপাশের পাড়া প্রতিবেশীরা। পরে তিনি রাস পূর্ণিমার বিশেষ ভোগ পরিবেশন করেই আসর ছাড়েন নন্দীবাড়ির। নন্দীবাড়ির সদস্যা চন্দনা নন্দী বলেন এই নন্দী বাড়ির রাস উৎসব ৪১০ বছরের। যা নির্দিষ্ট পরম্পরা নিয়ম রীতি মেনে চলে আসছে। গত ২০১৩ সালে নন্দী বাড়ির এই রাস অনুষ্ঠান আমি হাতে নিয়েছি। তারপর নির্দিষ্ট নিয়ম নীতি মেনে পালন করছি।