খোদ শহরের বুকেই প্রোমোটারি রাজ। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে JCB দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক দোকান!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে JCB দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক দোকান। বাধা দিতে গেলে রিভলবার দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি মেদিনীপুর শহরের গোলাকুয়ারচক এলাকার।উল্লেখ্য, এই এলাকায় রাস্তার ধারে থাকা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে পিছনের জায়গার মালিকের দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছিল। জায়গার মালিকের বক্তব্য ছিল, দোকানগুলি তার জায়গার সামনের দিক ঘিরে রয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের বক্তব্য, তারা সরকারি খাস জায়গার উপর তাদের ব্যবসা করছেন। দীর্ঘদিন ধরে মামলা চললেও হঠাৎ করে এইভাবে শনিবার রাতের অন্ধকারে দোকান গুলি ভেঙে ফেলার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। কোতোয়ালি থানা থেকে প্রায় ২/৩০০ মিটার দূরত্বের এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভুমিকা নিয়েও। রাতের অন্ধকারে রিভলবার ঠেকিয়ে এইভাবে দোকান ভাঙার ঘটনায় আতঙ্কিত শহরের মানুষ। প্রোমটারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ক্ষতিগ্রস্থ দোকানের মালিকেরা।তবে এই ঘটনায় যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, যারাই এভাবে রাতের অন্ধকারে বন্দুক নিয়ে জোরপূর্বক দোকান ভেঙেছে তাদের ছাড়া যাবেনা।অন্যদিকে, যদি এই ঘটনায় কোন প্রোমোটার জড়িত থাকে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর প্রোমোটার অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তনু চক্রবর্ত্তী।ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তরফে কোতোয়ালী থানায় বরুণ সেন, নাজির আলী ও পারভেজ কিবরিয়া নামে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী পুলিশ।