মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে বেআইনিভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে বেআইনিভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ। সেই বরাত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এজেন্সি নিরাপত্তা রক্ষীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। এরপরই মেদিনীপুর মেডিকেল কলেজের নিরাপত্তার কাজে যোগ দিতে এসে ফিরে গেল নবনিযুক্ত নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য একটি নির্দেশিকা জারি করে বেসরকারি নিরাপত্তারক্ষী সংস্থা। অতি সম্প্রতি সমস্ত ট্রেনিং কমপ্লিট করে মঙ্গলবার কাজে যোগ দিতে আসে কয়েকজন। তবে হাইকোর্টের অবজারভেশন সামনে আসার পর ওই নিরাপত্তারক্ষীদের আর যোগদান না করিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়। যদিও এ বিষয় নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থার তরফে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গি জানিয়েছেন, গোটা বিষয়টি ডিরেক্টরেট অব মেডিকেল এডুকেশনের আওতাধীন হওয়ার কারণে এই টেন্ডার সম্বন্ধে কিছুই জানেন না তিনি। হাইকোর্টের নির্দেশ সাথে আসার পরই বিষয়টি নিয়ে বলতে পারবেন তিনি।