“আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আওতায় বড় সাফল্য পেল মেদিনীপুর পৌরসভা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্য সরকারের জনপ্রিয় উদ্যোগ “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আওতায় বড় সাফল্য পেল মেদিনীপুর পৌরসভা। শহরের সার্বিক উন্নয়নের জন্য পৌরসভাকে ১৫ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর মধ্যে ১০ কোটি টাকা ইতিমধ্যেই পৌরসভার হাতে পৌঁছে গেছে।
এই অর্থ ব্যয় করা হবে ১৫৮টি বুথ এলাকায় রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো, পানীয় জল ও অন্যান্য নাগরিক পরিষেবা উন্নয়নে। পৌরপ্রধান পৌর প্রধান সৌমেন খান জানান, এই প্রকল্পের মাধ্যমে মানুষের পরামর্শ অনুযায়ী পাড়ার উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্যই হল—মানুষের মতামতের ভিত্তিতে তাদের পাড়ার সমস্যার সমাধান করা। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে, এবং আগামী জানুয়ারির মধ্যেই সব কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।