সিধো ভানু গোল্ড কাপের সূচনা হলো শালবনি স্টেডিয়ামে!

পশ্চিম মেদিনীপুর  নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী নির্দেশে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে পাহাড় এবং জঙ্গলমহলের ক্ষুদে ফুটবল খেলোয়াড় অন্বেষণ এর লক্ষ্যে রাজ্যের সাতটি জেলার ৪৬ টি ব্লকের ফুটবল প্রতিযোগিতা "সিধো ভানু গোল্ডকাপ" এর বুধবার সূচনা হলো। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে , জেলার জঙ্গলমহলের ৫ টি ব্লক শালবনি, গড়বেতা ২, কেশিয়াড়ি, খড়্গপুর ১, মেদিনীপুর সদর ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কেশিয়াড়ী ব্লক। ফাইনাল খেলায় ট্রাইবেকারে শালবনি ব্লকে পরাজিত করে কেশিয়াড়ী ব্লক চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল হিসাবে আগামী ১৬ জানুয়ারী শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রাজ্যস্তরের  খেলায় অংশগ্রহণ করবে। বুধবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যাম পদ পাত্র, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ সহ আরো অনেকে। ওই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকল খেলোয়াড়দের শুভেচ্ছা ও ভালোবাসা জানান।