মেদিনীপুর কলেজ স্কোয়ার হকারদের মেন রোড থেকে সরিয়ে পুনর্বাসন,করার জন্য মেদিনীপুর কলেজ থেকে সম্বর্ধনা পৌরসভাকে

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মেদিনীপুর কলেজ সংলগ্ন গোলকুঁয়াচক থেকে পঞ্চুরচক পর্যন্ত রাস্তায় দীর্ঘদিন ধরেই ফুটপাথ ধরে প্রচুর অস্থায়ী ব্যবসায়ীদের বসে থাকতে দেখা গিয়েছে। যান চলাচলের অসুবিধার ব্যাপারে অভিযোগ জানিয়েছে সাধারণ বাসিন্দারা। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সামনে ফুটপাতে প্রচুর খাবার দোকার। দীর্ঘদিন যাবৎ দুই শিক্ষা প্রতিষ্ঠানের দাবি ছিল, তাদের সামনের ফুটপাতের দোকান ঘর গুলি অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে মুখ্যমন্ত্রীর আদেশে মেদিনীপুরের যানজট মুক্ত করতে একধিক পদক্ষেপ নিতে শুরু করে মেদিনীপুর পৌরসভা ও মহকুমা শাসক। বাস্তবায়িতও করা হচ্ছে।হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। নতুন জায়গা পেয়ে খুশি ব্যবসায়ীরা। করা হয়েছে হকারদের মেন রোড থেকে সরিয়ে পুনর্বাসনও। ব্যবস্থা করা হয়েছে জল ও আলোর। মূলত এই পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ জানাতে মহকুমা শাসক ও পুরসভায় হাজির হন মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষগণ। জানা যায় মেদিনীপুর কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ বিশেষ কাজে বাইরে যাওয়ায়। তিনি উপস্থিত থাকতে পারেনি।