"গন ভাইফোঁটা" আয়োজনে মেদিনীপুর বিধানসভা প্রার্থী সুজয় হাজরা!

পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: ভাইফোঁটা এমন একটি উৎসব যেখানে কোন ধর্ম বর্ণ গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ সকল জিনিসের নির্বিশেষে বোনেরা ভাইদের ভাইফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকে। এবার সেই রকমই একটি ধর্ম নির্বিশেষে মানবিকতা ভাইফোঁটার উৎসব দেখা গেল ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরা উদ্যোগে রবিবার বিকেলে একটি গন ভাইফোঁটা আয়োজন করা হয়। প্রায় এলাকার ৪০০ সকল ছোট ছোট ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করলেন কাউন্সিলার মৌসুমী হাজরা । তবে শুধুমাত্র গন ফোঁটা নয় এই দিন সকল ভাইদের হাতে উপহার তুলে দেন ।এই গণ ভাইফোঁটা দিনটিকে আনন্দের সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলার মৌসুমী হাজরা, সুজয় হাজরা , এলাকার বিশিষ্ট শিক্ষক সহ ওয়ার্ড কর্মীর সদস্যরা।