অভিজিৎ চৌধুরী লেখা"মীনাক্ষী অন্তর্ধান রহস্য" রহস্যময় গল্পের সম্প্রচার হবে আজ!
" মীনাক্ষী অন্তর্ধান রহস্য" অভিজিৎ চৌধুরী লেখা রহস্যময় গল্পের সম্প্রচার হবে আজ ইউটুবে"49C Thrillers club"অডিও স্টেশন থেকে।অর্ণ সেন ডিটেকটিভ, সহকারী অভিমন্যু সেন।আর তাঁদের রহস্য সমাধানের জন্য ডাকেন এ সি পি সরখেল সাহেব।অর্ণের স্কুল জীবনের বন্ধু সরখেল সাহেব।মীনাক্ষী পেশায় ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যুক্ত।বিয়ে ভাঙছে একের পর এক। যাঁকে বিয়ে করেন একই সঙ্গে ডিভোর্সের কাগজও তৈরি থাকে।খুন হচ্ছে পর পর।বেশীর ভাগই মীনাক্ষীর প্রাক্তন প্রেমিকেরা।কেন! তারপর একদিন মীনাক্ষীও হারিয়ে যায়। কি করে পাওয়া যায় তাকে শেষমেশ! আজ রাত দশটায় অভিজিৎ চৌধুরী লেখা রহস্য গল্পের সম্প্রচার হবে ইউটুবে"49C Thrillers club"অডিও স্টেশন থেকে।