মেচেদায় মহিয়সী রোকেয়া হোসেনের স্মরণ অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর: মেচেদা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৯ ডিসেম্বর মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবসে মেচেদা রোকেয়া সেমিনার হলে এক স্মরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান উপলক্ষে রোকেয়ার জীবন সংগ্রামের নানান দিক নিয়ে বাগ্মীতা প্রতিযোগিতা হয়। ২২ জন ১৮ উর্ধ্ব মহিলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নিরুপমা বক্সী প্রথম,সোনালী কর্মকার দ্বিতীয়,মিতা মান্না তৃতীয়,অর্পিতা বক্সী সেন চতুর্থ স্থান অধিকার করে। ওই চার স্থানাধিকারীকে রোকেয়ার 'মতিচূর' ও 'ভারত সাধনায় বাংলার মনীষী'- ডক্টর সুশীলা মন্ডলের লেখা বই দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও সমস্ত প্রতিযোগীদের মহামানব বিদ্যাসাগর বইটি দিয়ে উৎসাহিত করা হয়। স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট সদস্য গণেন রায়। রোকেয়ার জীবন সংগ্রামের উপর আলোচনা করেন সংগঠনের অন্যতম সদস্যা অধ্যাপিকা অনুরূপা দাস।এছাড়াও স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট সম্পাদক মানব বেরা,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,দিলীপ মাইতি,কালিশংকর পাত্র প্রমূখ।