ভারতে আসছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার GOAT MESSI!
নিজস্ব সংবাদদাতা : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন ৷ যা খবর তাতে আগামী ১৩ থেকে১৫ ডিসেম্বর২০২৫ তিনদিনের সফরে ভারতের একাধিক শহরে বহু ইভেন্টে অংশ নেবেন আর্জেন্তাইন ফুটবল মায়েস্ত্রো ৷ তবে মুম্বইয়ে ক্রিকেট ম্য়াচ খেলার বিষয়টিতে যে আলাদা উন্মাদনা যোগ হবে, তা বলাই বাহুল্য ৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক উচ্চপদস্থ আধিকারিকরা বলেন, "মেসি ডিসেম্বরে ভারত সফরে আসছে ৷ মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়ে আসা হবে ৷ সেখানে সেভেন-এ সাইড ক্রিকেট ম্য়াচে অংশ নেবেন তিনি ৷ শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে৷ এই সফরে তার নয়াদিল্লি এবং কলকাতা যাওয়ারও সম্ভাবনা রয়েছে।