অবিভক্ত মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস চর্চাকারীকে স্বীকৃতি দিল মহানগরী কলকাতার!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস চর্চাকারীকে স্বীকৃতি দিল মহানগরী কলকাতা । গত শুক্রবার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ সভাঘরে প্রবাদপ্রতীম লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত স্মৃতি পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়েছে দাঁতনের আঞ্চলিক ইতিহাস গবেষক সন্তু জানার হাতে । আগামী বাংলা মিডিয়ার আয়োজিত সমারোহে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য্য, ঔপন্যাসিক সৈকত রক্ষিত, কবি বেবী সাউ, সঙ্গীতশিল্পী উল্কা হোসেন ছাড়াও ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্ট সাহিত্যিক, কবি ও গবেষকগণ । পুরস্কার তুলে দেন "লাল-পাহাড়ির দেশে যা" গানের গীতিকার বর্ষীয়ান কবি অরুণ চক্রবর্তী ।সন্তু জানা দীর্ঘদিন ধরে সুবর্ণরৈখিক এলাকার ইতিহাস ও প্রত্ন বিষয়ে ক্ষেত্র সমীক্ষা করছেন। সম্প্রতি তাঁর লেখা 'বাংলার বৃহত্তম দিঘি শরশঙ্কা' ও 'মেদিনীপুরের বিলুপ্তপ্রায় জনজাতি শিয়ালগিরি' বই দুটি জেলা ছাড়িয়ে কলকাতার বোদ্ধা মহলেও সাড়া ফেলেছে ।