কুড়িয়ে পাওয়া মানিপার্স ও জরুরি কাগজপত্র ফেরত দিলো ১২ বছরের স্কুল পড়ুয়া মেদিনীপুর শহরের অনীক মাহাতো!
নিজস্ব সংবাদদাতা : সততা আজও বেঁচে আছে। পৃথিবী খারাপ মানুষ যেমন ভরে গিয়েছে, তেমনি ভাল মানুষ ও আছে ! সম্প্রতি মেদিনীপুর শহরের চার নং ওয়ার্ডে উদয়পল্লীর এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি আরেকবার তা প্রমাণিত করল।কুড়িয়ে পাওয়া ভর্তি মানিপার্স ৫৯২৭ টাকা ও জরুরি কাগজপত্র ফেরত দিলো ১২ বছরের স্কুল পড়ুয়া মেদিনীপুর শহরের উদয়পল্লীর বাসিন্দা অনীক মাহাতো। গত বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ অনীক মেদিনীপুর শহরের চার নং ওয়ার্ডের উদয়পল্লীর রাস্তায় দরকারি কাগজপত্র সহ টাকা ভর্তি একটি মানিপার্স কুড়িয়ে পায়। মানিপার্স ব্যাগে ৫৯২৭ টাকা নগদ এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড, এটিএম কার্ড সহ অন্যান্য নথি ছিল। অবশেষে, হোমগার্ড শিশির সরের সূত্র ধরে মানিপার্স ব্যাগের মালিক সোমনাথ সর যোগাযোগ করা হয়। সোমনাথ বাবু তার হারানো মানিব্যাগটি হারানোর এক ঘন্টার মধ্যে ফিরে পান। অনিক তার বাবা-মা এবং মামাদের আদর্শ মাথায় রেখে সততার পথে এগিয়ে চলেছে। মানিব্যাগটি ফিরে পাওয়া সোমনাথ সর, অনিক এবং অনিকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।