পানীয় জলের দাবিতে পথ অবরোধ ১৪ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকাবাসীর, ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান!

এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন , সমস্যার কথা শুনে পৌরসভার পুরপ্রধান আশ্বাস দেন আগামীকাল থেকে ওই এলাকায় আরেকটি নতুন করে সাবমার্সাল এর কাজ আরম্ভ হবে । প্রায় তিন ঘণ্টা অবরোধের পর চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী ।

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : এলাকায় পানীয় জলের সমস্যা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না এলাকার ড্রেন থেকে আবর্জনার ভ্যাট। এলাকায় বাড়ছে মশার উপদ্রব, সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এলাকার বছর ১২ এক শিশুর। দীর্ঘদিন ধরে সমস্যার কথা ওয়ার্ড কাউন্সিলারকে জানিয়েও হয়নি কোন লাভ। প্রতিবাদে মেদিনীপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের মিয়াবাজার তাল পুকুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকার মানুষদের অভিযোগ, সকাল থেকে নেই পানীয় জল, সারাদিন কেটে গেলেও কাউন্সিলার বা পুরসভার তরফে পাঠানো হয়নি জলের ট্যাংক। এছাড়াও এলাকা নর্দমা ও আবর্জনার ভ্যাট পরিস্কার হয় ১৫ দিন অন্তর। যার ফলে এলাকায় বাড়ছে রোগ জ্বালা। দুদিন আগে ডেঙ্গুতে মারা গেছে এক শিশু। তারপরেও এলাকায় দেখা নেই কাউন্সিলারের। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন ,সমস্যার কথা শুনে আশ্বাস দেন আগামীকাল থেকে ওই এলাকায় আরেকটি নতুন করে সাবমার্সাল এর কাজ আরম্ভ হবে । প্রায় তিন ঘণ্টা অবরোধের পর চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী ।