মেদিনীপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মিনি মার্কেট এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলি : মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের মিনি মার্কেট এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।এলাকাবাসীদের অভিযোগ পানীয় জলের জন্য এলাকায় যে সাবমারসিবল বসানো হয়েছে তা দুদিন ছাড়াই খারাপ হয়ে যায়। যার ফলে এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়, আর এই পানীয় জলের সমস্যা সারা বছর ধরেই লেগে থাকে। এলাকার কাউন্সিলরকে জানিও কোন লাভ হয়নি। আর ভোট আসলেই এলাকাবাসীকে প্রতিশ্রুতি আর উন্নয়নের কথা বলে । আর আর ভোট চলে গেলেই সেই এলাকার মানুষদের কষ্ট কথা ভুলে যায়। তাই এলাকাবাসী পানীয় জলের সুষ্ঠু সমাধানের দাবিতে পথ অবরোধ করতে বাধ্য হয়েছে।