বাংলাদেশে ফেরত যেতে হবে?”, এবার SIR নিয়ে ভয়ে মেদিনীপুরে আত্মঘাতী বৃদ্ধ!

নিজস্ব সংবাদদাতা : মানসিক অস্থিরতায় ভুগছিলেন ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদার। বুধবার রাতে বীরভূম জেলার বোলপুরে মেয়ের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।প্রায় তিন দশক আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন ক্ষিতীশবাবু ও তাঁর পরিবার। মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা।

এরপর নিয়মিত ভোট দিয়েছেন, নাগরিক হিসেবে সব দায়িত্ব পালন করেছেন। কিন্তু সম্প্রতি এসআইআর প্রক্রিয়া ঘিরে এলাকায় নানা গুজব ছড়াতে শুরু করে। ক্ষিতীশবাবু শুনেছিলেন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সেই আতঙ্কই তাঁকে গ্রাস করে নেয় সম্পূর্ণভাবে। পরিবারের সদস্যদের কথায়, তিনি বারবার বলতেন, যদি নাম না থাকে, তাহলে কি দেশছাড়া হতে হবে? এই ভাবনাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বুধবার রাতে মেয়ের বাড়ির এক ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ক্ষিতীশ মজুমদার। পরদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।বৃদ্ধের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, ‘একটি ভুল ধারণা, একটি আতঙ্ক শেষ করে দিল এক প্রবীণ মানুষের জীবন।’