অবসর ক্লাবের প্রচেষ্টায় রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রক্তদান একটি মহান দান,তীব্র গরমে রক্তের অভাব দেখা দেয়, এটা নুতন কথা নয়। বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব কার্যত চরম আকার ধারণ করেছে। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এল অবসর ক্লাব। মেদিনীপুর শহরের পুরাতন ক্লাবের মধ্যে অন্যতম এই অবসর ক্লাব। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ও সাংসদ জুন মালিয়ার সহযোগিতায় অবসর ক্লাবের উদ্যোগে মেদিনীপুর কলিজেয়েট স্কুল প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠিত শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। অবসর ক্লাবের সভাপতি জয়ন্ত মাইতি বলেন প্রতিবছর আমরা শুধু রক্তদান শিবির করি না, বিনামূল্যে চক্ষুদান ,শিবির বিনামূল্যের চশমা প্রদান শিবির, স্বাস্থ্য শিবির,এছাড়া ক্লাবের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষদের পাশেও থাকি। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি পৌর প্রধান সৌমেন খান কলিজেয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি হিমানী পড়িয়া সহ ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।