মেদিনীপুর শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের সরস্বতী পুজো ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে মিটিং চলাকালীন বিতর্ক, ব্রেন স্ট্রোকে আক্রান্ত প্রবীণ শিক্ষিকা!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে। ঘটনা ঘিরে শুক্রবার ৯ই জানুয়ারি বিকেল নাগাদ কার্যত হুলুস্থূল কাণ্ড বাঁধে স্কুল চত্বরে। ১৮৬১ খ্রীস্টাব্দের ১৯শে জুলাই তারিখে, মেদিনীপুর শহরের মীরবাজারের হনুমানজীর চক্রের কাছে একটি ছোট বাড়ীতে রাজনারায়ণের একক উদ্যোগে ‘অলিগঞ্জ হিন্দু বালিকা বিদ্যালয়’-এর ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সেটিই মেদিনীপুর শহরের প্রথম বালিকা বিদ্যালয়, এবং সমগ্র মেদিনীপুর জেলার প্রথমদিকের বালিকা বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম ছিল। প্রারম্ভিক পর্বে সেটি একটি প্রাথমিক বিদ্যালয় ছিল। তৎকালীন সময়ের মেদিনীপুর শহরের অভিজাত পরিবারের কন্যারা ছাত্রীরূপে ওই বিদ্যালয়ে পাঠগ্রহণে এগিয়ে এসেছিলেন। রাজনারায়ণ সেই বিদ্যালয়ের সম্পাদক ছিলেন। সরস্বতী পুজো ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে মিটিং চলছিল। সেই মিটিংয়েই প্রধান শিক্ষিকার সঙ্গে প্রবল বাকযুদ্ধে জড়িয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ ও ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকা। যমুনা ঘোষ পালোধী নামে ওই শিক্ষিকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ঘটনাটি মেদিনীপুর শহরের প্রসিদ্ধ স্কুল অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের।

জানা গিয়েছে, শুক্রবার ৯ই জানুয়ারি শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা স্কুলে সরস্বতী পুজো ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মিটিংয়ের জন্য উপস্থিত হয়েছিলেন । সেখানেই প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী, বিদ্যালয়ের প্রবীণ শিক্ষিকা যমুনা ঘোষ পালোধীকে অপমান করেন বলে অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষিকা যমুনা ঘোষ পালোধী। গত তিন-চার বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। তার মধ্যেই এই 'ধাক্কা' সামলাতে না পেরে বৈঠক চলাকালীনই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সিটি স্ক্যান করা হলে জানা যায়, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন প্রবীণ ও জনপ্রিয় শিক্ষিকা যমুনা ঘোষ পালোধী।এদিকে, এই ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও অসুস্থ হয়ে শহরের অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্কুল সূত্রে জানা যায়।