মেদিনীপুর বিধানসভার শুরু হলো 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি!
নিজস্ব সংবাদদাতা : শনিবার ২রা আগস্ট সকাল থেকে শুরু হল মেদিনীপুর বিধানসভার ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী । ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। উপস্থিত ছিলেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।